শক্তিশালী ঝড় ‘ঈশা’র কবলে পড়েছে যুক্তরাজ্য। ভারী বৃষ্টিপাতের সঙ্গে বইছে প্রবল বাতাস। বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ মাইল পর্যন্ত উঠছে। উত্তর আয়ারল্যান্ড, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলসসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় বিদ্যুৎ নেই। ফলে হাজার হাজার মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।
এ ঝড়ের কারণে সেলাফিল্ড পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলেছে, সেখানকার কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই।
ইশার প্রভাবে রোববার স্কটল্যান্ডের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ইংল্যান্ডের কিছু স্থানেও গণপরিবহন বন্ধ হয়ে যায়। উড়োহাজাজের অনেক ফ্লাইট বাতিল করা হয়, অনেকগুলো দেরি হয়। এতে করে পরিবহন পরিষেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটে।
উত্তর স্কটল্যান্ডের কিছু অংশে বিরল ‘লাল সতর্কতা’ দিয়েছিল আবহাওয়া দপ্তর। এরপর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে শক্তিশালী ঝোড়ো বাতাসের জন্য ‘অ্যাম্বার সতর্কতা’ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ অব্যাহত রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরের পর ঈশা নবম ঝড়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post