ওমানে শীতের মধ্যেই কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। মাস্কাটের উপকূলবর্তী অঞ্চলে সোমবার মধ্যরাত থেকে প্রথম প্রহর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাস্কাটের বেশিরভাগ যায়গা দিনভর রৌদ্রজ্জ্বল থাকলেও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া ধাহিরা, আল বুরাইমি এবং দক্ষিণ আস শারকিয়্যার বিভিন্ন যায়গায় সামনের কিছুদিন মেঘলা আকাশ এবং তুলনামূলক বেশি কুয়াশা পড়বে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে, মাঝখানে কিছুটা তাপমাত্রা বাড়লেও ফের ওমানব্যাপী শীতের প্রকোপ বাড়তে চলেছে। চলমান বর্ষণমুখর আবহাওয়ায় স্বাভাবিক তাপমাত্রা আরও কমতে পারে।
মরুময় দেশ ওমানে বছরের অন্যান্য সময় উষ্ণ তাপমাত্রা বিরাজ করলেও শীতের সময় কিছু কিছু অঞ্চলে শীতের তীব্র প্রকট দেখা যায়। সাধারণত জাবাল আল শামসে এসময় সর্বনিন্ম তাপমাত্রা বিরাজ করে। গেলো সপ্তাহেও জাবাল শামসের তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি রেকর্ড করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post