কুয়েত থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, কুয়েত থেকে ঢাকায় আসার পথে বিমান ইন্ডিয়ার আকাশে থাকা অবস্থায় এক জন যাত্রীর অসুস্থতা অনুভব করেন। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তিনি ধীরে ধীরে আরও অসুস্থ হতে থাকেন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG344 ফ্লাইটটি জরুরি অবতরণ করেন কলকাতা এয়ারপোর্টে। সেখানে অবতরণের পরে কর্তব্যরত চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। মৃত যাত্রীর পরিচয় জানা যায়নি।
এর আগে গত ২৫ ডিসেম্বর মাঝ-আকাশে এক নারী যাত্রীর মৃত্যুর পর জরুরি অবতরণ করে ভারতের বিহার থেকে মুম্বাইগামী একটি বিমান। উত্তরপ্রদেশের বারানসিতে স্পাইসজেট এয়ারলাইন্সের ওই বিমানটি জরুরি অবতরণ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post