বিমানের টিকিট অনেকটাই বেশি হয়। ফলে অনেকে যাওয়ার প্ল্যান করেও গিয়ে উঠতে পারেন না। কিন্তু আপনি তার জন্য Google Flight ব্যবহার করতে পারেন। এতে সব সময়ই ফ্লাইটের উপর প্রচুর ছাড় দেওয়া হয়। এতে আপনি সহজেই সস্তা ফ্লাইট এবং হোটেলগুলি খুঁজে পাবেন। জেনে নিন কীভাবে এই ফিচারটি কাজ করে?
ঘুরতে যেতে পছন্দ করেন, এদিকে যাতায়াতেই বেশিরভাগ সময় চলে যায়। অথচ অত ছুটিও পাওয়া যায় না অফিস থেকে। ফলে ফ্লাইট ছাড়া উপায়ও নেই। কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছিয়ে যাওয়া যায় গন্তব্যে। এবার প্রশ্ন হল ফ্লাইটের টিকিট অনেকটাই বেশি হয়। ফলে অনেকে যাওয়ার প্ল্যান করেও গিয়ে উঠতে পারেন না। কিন্তু আপনি তার জন্য Google Flight ব্যবহার করতে পারেন। এতে সব সময়ই ফ্লাইটের উপর প্রচুর ছাড় দেওয়া হয়। এতে আপনি সহজেই সস্তা ফ্লাইট এবং হোটেলগুলি খুঁজে পাবেন। জেনে নিন কীভাবে এই ফিচারটি কাজ করে?
Google Flights-এ কীভাবে অফার পাবেন?
প্রথমে Google Flights-এ যান এবং তারপর departure city or airport অপশনে ক্লিক করুন। আপনি চাইলে গন্তব্য এবং তারিখও (destination and date) লিখতে পারেন। এছাড়াও আপনি popular destination list-এ ক্লিক করে আপনার গন্তব্য খুঁজে নিতে পারেন। তবে destination-টি খালি রাখারই চেষ্টা করুন। এর পরে উপরে থেকে আপনার ticket type সিলেক্ট করুন। এটি one-way, রাউন্ড ট্রিপ (round trip) বা বহু-শহর (multi-city) হতে পারে। এছাড়াও আপনি স্টপ, এয়ারলাইন বা সময়ে ক্লিক করে আপনার দেওয়া সমস্ত তথ্য ফিল্টার করতে পারবেন।
আপনার ফ্লাইটের তারিখ সিলেক্ট করতে ক্যালেন্ডারে ক্লিক করুন। ফ্লাইটের দাম 24 ঘন্টায় প্রায় একবার আপডেট করা হয়। এখন এক্সপ্লোর বোতামে ক্লিক করুন। এখানে অপশনের সংখ্যা সহ একটি ম্যাপ আসবে। এখানে আপনি জাতীয় এবং আন্তর্জাতিক উভয় গন্তব্যে ছাড় পাবেন। আর সেই ফ্লাইটের সর্বনিম্ন দাম দেখানে হবে। এখানে আপনি পাশে কিছু জনপ্রিয় জায়গাও দেখতে পাবেন।
আপনি যদি হোটেল খুঁজতে চান, তবে আপনাকে উপরের ফিল্টার থেকে ‘হোটেল (Hotel)’ সিলেক্ট করতে হবে। এছাড়াও আপনি সার্চ বারে গিয়ে আপনার গন্তব্যটি লিখতে পারেন। Google আপনাকে সেই অনুযায়ী হোটেল দেখাবে। এক্সপ্লোর ট্যাবে ক্লিক করে, আপনি হোটেলের তালিকা দেখতে পাবেন। আপনি স্টার রেটিং, দাম এবং রিভিউ দিয়েও খুঁজতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post