প্রবাসী শ্রমিকদের সঙ্গে প্রতারণাকারীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়া রেমিট্যান্স বাড়ানোর লক্ষ্যে কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ নেয়ার কথা জানান। বুধবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো -বিএমইটির সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রেমিট্যান্স বাড়াতে হলে সবার আগে রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।’ এদিন বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপত্বিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।
প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে গন্তব্য দেশের ভাষা জানা খুবই জরুরি। বিদেশগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যেসব দেশে কর্মী পাঠানোর সুযোগ আছে, সেসব দেশের ভাষা প্রশিক্ষণের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।
প্রশিক্ষণের মানের বিষয়ে কোনও ছাড় নেই উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়ে তুলতে হবে। এছাড়া ভুয়া এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং ভালো মানের এজেন্সিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এরপর প্রতিমন্ত্রীর সঙ্গে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান ও মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post