ডাকাতরা পুরো প্রস্তুতি নিয়েই এটিএম বুথে গিয়েছিল। কাজও শুরু করে দিয়েছিল। কিন্তু সামান্য ভুলে তাদের সামনেই পুড়ে গেল লাখ লাখ টাকা। শূন্য হাতেই ফিরে যেতে হয় ডাকাত দলকে। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের।
হারাষ্ট্রের থানার বিষ্ণুনগর এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে রোববার রাতে হানা দেয় ডাকাতের একটি দল। উদ্দেশ্য ছিল, এটিএম বুথের মেশিন কেটে তা থেকে টাকা বের করে নেওয়া।
রাত ১টা নাগাদ ডাকাত দলটি গ্যাস কাটার সঙ্গে নিয়ে এটিএম বুথে ঢুকে। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটা শুরু করে তারা। কিন্তু কাটার একপর্যায়ে বেশি গরম হয়ে সেই মেশিনে আগুন ধরে যায়। আগুন লেগে যায় বুথে রাখা টাকাতেও। মুহূর্তের মধ্যেই সব টাকাতে আগুন ধরে যায়। অবস্থা বেগতিক দেখে শূন্যহাতেই পালিয়ে যায় ডাকাত দল।
আগুন দেখে সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়। তাদের প্রচেষ্টায় এক সময় আগুনও নেভানো হয়। কিন্তু সেখান থেকে একটি টাকাও অক্ষত উদ্ধার করা যায়নি। পরে হিসাব করে জানা গেছে, ওই বুথের মোট ২১ লাখ ১১ হাজার ৮০০ টাকা পুড়ে নষ্ট হয়েছে। এ ঘটনায় একটি এফআইআর করা হয়েছে।
অজ্ঞাত কয়েকজনকে দায়ী করে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post