“মানবতার টানে ভয় নেই রক্তদানে” এই শ্লোগান কে সামনে রেখে ওমানে আগামী ২৫ সেপ্টেম্বর ব্যাপক পরিসরে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছে ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাব। ইতিমধ্যেই এই রক্তদান কর্মসূচি উপলক্ষে নানা প্রণোদনাও ঘোষণা করা হয়েছে ক্লাবের পক্ষথেকে। আগামী ২৫ সেপ্টেম্বর মাস্কাটের সিবিডি এরিয়াতে অবস্থিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অফিসের সামনে দিনব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ক্লাবের সেক্রেটারি এমএন আমিন।
আগামী শুক্রবার যারা রক্তদান করবেন, তাদেরকে বিনামূল্যে ক্লাবের সদস্যপদ প্রদান করা হবে বলে প্রবাস টাইমকে মুঠোফোনে জানিয়েছেন এমএন আমিন। একজন ব্যক্তির ক্লাবের সদস্যপদের জন্য এগারো রিয়াল ফি দিতে হলেও বর্তমান সময়ে সম্পূর্ণ ফ্রি তে এই সদস্যপদ প্রদান করছে ক্লাব। সেইসাথে রক্তদাতাদের জন্য বেশকিছু আকর্ষণীয় উপহার প্রদান করার কথাও জানান তিনি। এই রক্তদান কর্মসূচী উদ্ভোদন করবেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে আর কোনো বাধা নেই
আজকের বুলেটিন দেখুন ওমানের সব সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post