বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) ও নভোএয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএসএমআরএএইউ -এর ঢাকা ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও নভোএয়ার লিমিটেড, বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মো. মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় এবং বিমান শিল্পের মধ্যে অধিকতর সহযোগিতা প্রতিষ্ঠা হবে। এটি বিশেষভাবে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) বিভাগের শিক্ষার্থীদের অদূর ভবিষ্যতে তাদের ব্যবহারিক প্রশিক্ষণ, ওজেটি ও ইন্টার্নশিপ অর্জনে সহায়ক হবে।
এ চুক্তির জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালককে বিশেষভাবে ধন্যবাদ জানান। উক্ত চুক্তি স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে বিএসএমআরএএইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর, ডীনসহ, বিভাগীয় প্রধানগণ এবং উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post