প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
এবার ওমান উপকূলে জাহাজ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে কয়েকজন মুখোশধারী সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে প্রবেশ করে। এরপর থেকে জাহাজটির কোনো খোঁজ পাচ্ছে না পরিচালনা প্রতিষ্ঠান। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, ছিনতাইয়ের বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনার বিষয়ে ইরানের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। কেননা জাহাজটির সাথে মার্কিন বিচার বিভাগের বিরোধ ছিল। প্রতিষ্ঠানটি ইরানের মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল জব্দ করেছিল।
ব্রিটিশ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান (ইউকেটিএমও) জানিয়েছে, তারা মধ্যপাচ্যে জাহাজের নাবিকদের সতর্ক করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে ওমান উপকূল থেকে ৫০ মাইল দূর থেকে জাহাজটি আক্রান্ত হয়েছিল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজের নিরাপত্তা ব্যবস্থাপকের কাছ থেকে ক্যাপ্টেনের আশপাশে তারা ফোনে অপরিচিত মানুষের আওয়াজ পেয়েছে। তবে তারা পরে জাহাজটির সাথে যোগাযোগ করতে পারেনি। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে প্রবেশ করে। জাহাজে ওঠার সময়ে তারা নজরদারি ক্যামেরার আওতায় ছিলেন। ছিনতাই হওয়া জাহাজটিকে এসটি এসটি নিকোলাস। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওমান ও ইরানের মধ্যকার জলসীমায় থাকতে আক্রান্ত হয় জাহাজটি। এ পথটি থেকে হরমুজ প্রণালিতে জাহাজ প্রবেশ করে ও বের হয়ে থাকে।
সেন্ট নিকোলাসের আগে সুয়েজ রাজন নামে পরিচিতি ছিল। জাহাজটি গ্রিক শিপিং কোম্পানি এম্পায়ার নেভিগেশন পরিচালান করে আসছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজটিতে ১৮ জন ফিলিপাইনি ও একজন গ্রিক ক্রু রয়েছেন। প্রতিষ্ঠানটি জাহাজের সাথে যোগাযোগ হারানোর কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের হুতিরা। গাজায় ইসরায়েলি সেনারা অভিযান বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া গ্যালাক্সি লিডার একটি জাহাজও ছিনতাই করে বিদ্রোহী এ গোষ্ঠীটি।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.
For News: 01409205456
Email: [email protected]
ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: [email protected]
কপিরাইট © ২০১৯ - ২০২৪ : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.
Discussion about this post