প্রায় দুই বছর ধরে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে এক লাখের মতো কর্মী বিদেশ যাচ্ছেন। চলতি বছরের ১১ মাসে ১২ লাখ ১০ হাজার ২৫৬ কর্মীর বিদেশে কর্মসংস্থানে হয়েছে। এটি দেশের ইতিহাসে এক বছরে বিদেশে যাওয়ার রেকর্ড। যা গত বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অক্টোবরের শেষে বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। দেশটিতে গেছে ১ লাখ ২৫ হাজার ৯৬১ জন। গত বছর গিয়েছিলেন ১ লাখ ৭৯ হাজার ৬১২ জন কর্মী। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ কর্মী যাওয়ার রেকর্ড।
বিদেশে কর্মী যাওয়ার রেকর্ড সুখকর হলেও অস্বস্তিও ছিল শ্রমবাজার নিয়ে। সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে কর্মীর কাজ না পাওয়ার দুর্ভোগ এবং বাংলাদেশের জন্য ওমানের ভিসা স্থগিত করা সংশ্লিষ্টদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তবে বছরের শেষপ্রান্তে বাংলাদেশিদের জন্য চার বছর পর মালদ্বীপের শ্রমবাজার খোলার সুখবরও ছিল।
বিএমইটির তথ্য বলছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ১২ লাখ ১০ হাজার ২৫৬ কর্মী বিদেশ গেছে। এসব কর্মসংস্থানের বেশিরভাগই মধ্যপ্রাচ্য। এ সময়ে সবচেয়ে বেশি কর্মী গেছে সৌদি আরব। পরের অবস্থানে মালয়েশিয়া আর তৃতীয় সর্বোচ্চ কর্মী গেছে ওমানে, দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখের বেশি কর্মী পাঠানো হয়েছে।
তথ্য বলছে, ২০২১ সালে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন কর্মী বিদেশ যান। ২০২০ সালে ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন বিদেশ যান আর ২০১৯ সালে বিদেশ গেছেন ৭ লাখ ১৫৯ জন প্রবাসী কর্মী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post