ওমানের দক্ষিণ আল বাতিনাহতে ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের প্রত্নতাত্ত্বিক জরিপ অনুসারে একটি গবেষণা চালিয়ে সারে চার হাজার বছরেরও বেশি পুরনো অনেক প্রত্নতাত্ত্বিক বস্তুর সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার টাইমস অফ ওমানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইতালীর সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক গবেষক দল অনুসন্ধান চালিয়ে এই স্থানের মানব বসতির সারে চার হাজার বছরেরও বেশি পুরনো লৌহ যুগের মৃৎপাত্রসহ, সাদা পুঁতি এবং পাথরের পুঁতি আরও অনেক প্রত্নতাত্ত্বিক বস্তুর সন্ধান পেয়েছে।
ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক ডঃ আল মুতাসিম নাসের আল হিলালি বলেছেন যে, “এই জায়গাটি প্রমাণ করে ইসলামী যুগের বিভিন্ন সময়ে কথা।”
ড. আল মুত্তাসিম আরও বলেছেন যে, প্রত্নতাত্ত্বিক এই জায়গাটি আবিষ্কারের সঙ্গে সঙ্গে এর পরিচয় যাচাই করার জন্য এলাকায় একটি খনন কার্যক্রম শুরু করে ওমান সরকার। পরবর্তীতে এর মধ্যে স্থাপত্য বৈশিষ্ট্য এবং প্রত্নতাত্ত্বিক উপকরণ, বিশাল স্তম্ভ, টাওয়ার, ধাতব নিদর্শন, মৃৎশিল্প, অর্থ এবং অন্যান্য জিনিস পাওয়া যায়। যার মধ্যে ইসলামী যুগের বিভিন্ন সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনও রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post