বিমানে চড়তে অনেকেই ভয় পান। মাঝ আকাশে দুর্ঘটনা ঘটলে প্রাণে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তাই ‘চাচা আপন প্রাণ বাঁচা’ আপ্তবাক্য মেনে নিজের জীবন রক্ষায় প্যারাস্যুট নিয়েই বিমানে চেপে বসলেন এক যাত্রী। আর ওই কাণ্ড দেখে বিমানের কর্মী থেকে অন্যান্য যাত্রীদের চক্ষু চড়কগাছ। অনেকে ব্যঙ্গের হাসি হেসেছেন। যদিও তাতে ভ্রুক্ষেপই করেননি ব্র্যান্ডন নামে ওই যাত্রী।
মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-এর এক প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি বিমান সংস্থা ‘স্পিরিট এয়ারলাইন্স’ –এর বিমানে মায়ামি যাওয়ার সময়েই প্যারাস্যুট নিয়ে উঠে পড়েছিলেন ব্র্যান্ডন নামে ওই যাত্রী। আর স্বামীর ওই অভিনব কাণ্ডের ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাঁর স্ত্রী কাগান ব্রুকস। তবে কবে ওই কাণ্ড ঘটিয়েছেন ব্র্যান্ডন, তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি গর্বিত স্ত্রী। শুধু জানিয়েছেন, বিমানে নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে নয়, স্কাই ডাইভিংয়ের জন্যই প্যারাস্যুট সঙ্গে নিয়েছিলেন তাঁর স্বামী।
ইতিমধ্যেই ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো। ১৬ লক্ষের বেশি ব্যবহারকারী ব্র্যান্ডনের প্যারাস্যুট নিয়ে বিমানে চড়ার ভিডিয়োটি দেখেছেন এবং শেযার করেছেন। অনেকেই মজাদার কমেন্ট করেছেন। আবার কেউ-কেউ শঙ্কাপ্রকাশও করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, বাণিজ্যিক বিমানে প্যারাস্যুট নিয়ে কীভাবে এক বিমান যাত্রীকে চড়তে দেওয়া হল? যদিও যে বিমান সংস্থার বিমানে প্যারাস্যুট নিয়ে চড়েছিলেন ব্র্যান্ডন, সেই স্পিরিটি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post