ইতালিতে শনিবার (২ ডিসেম্বর) থেকে চলতি বছরের স্পন্সর ভিসার ক্লিক ডে শুরু হচ্ছে। এবারের ক্লিক ডেতে ১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন ফরম পূরণ করেছে প্রায় ৮ লাখ মানুষ। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ১ লাখ। তবে দালালদের দৌরাত্ম্যে প্রতারণা থেকে বাঁচতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।
ইতালি সরকার শ্রমিক সংকট নিরসনে সম্প্রতি তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে চলতি বছর এক লাখ ৩৬ হাজার স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে শ্রমিক আসতে পারবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এই স্পন্সর ভিসার ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২, ৪ এবং ১২ ডিসেম্বর।
স্থায়ী, অস্থায়ী ভিসা এবং গৃহস্থালি কাজের ক্ষেত্রে শ্রমিক আনার জন্য এই তিন ক্লিক ডে’তে আবেদন করা যাবে। গেল ২৬ নভেম্বর অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সীমা শেষ হয়। কিন্তু এক শ্রেণীর দালাল এখনও বাংলাদেশিদের প্রতারণার ফাঁদে ফেলতে তৎপর। এ অবস্থায় ইতালি প্রবাসী কমিউনিটির নেতারা বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক লাখ ৩৬ হাজার কোটার বিপরীতে আবেদন পড়েছে ৬ লাখ ৭৯ হাজারের বেশি। এরমধ্যে অস্থায়ী এবং কৃষি ভিসার ৮২ হাজার ৫৫০ কোটার বিপরীতে আবেদন ফরম জমা হয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার।
মেলোনি সরকারের ঘোষিত ৫২ হাজার ৭৭০ কোটার স্থায়ী ভিসার বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৪৭৩টি। যা কোটার চেয়ে চার গুণেরও বেশি। এছাড়া, সাড়ে ৯ হাজার কোটার বাসা-বাড়ির কাজের ভিসার জন্য আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৪টি। যা কোটার চেয়ে ৯ গুণেরও বেশি। আবেদনকারীদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশীয় দেশ থেকে এসেছেন। বিশেষ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আবেদনকারীদের সংখ্যা বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post