ওমানে বিভিন্ন অপরাধের দায়ে অন্তত ৪১ প্রবাসীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। শুক্রবার দুখুমের মাছ শিকার নিয়ন্ত্রণ বিভাগের একটি টিম অবৈধভাবে মাছ শিকার এবং অনিবন্ধিত নৌকা ব্যবহারের অভিযোগে অন্তত ১৩ প্রবাসীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একাধিক বাংলাদেশি আছেন বলেও জানা যায়। তবে সংখ্যায় তারা কতজন এবং পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কুরায়াত এবং আল আমেরাত অঞ্চলে অভিযান চালিয়ে ২৫ প্রবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। বলা হয়, প্রবাসীদের উপরে দীর্ঘ সময় নজরদারির পর শ্রম আইন লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তাদের অনেকেই অবৈধভাবে গোপন ব্যবসা বানিজ্য করতেন। কেউ কেউ এর আগেও একাধিকবার শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন।
ওমানের কোস্ট গার্ড পুলিশের অপর এক অভিযানে মাদক পাচারের সময় ৩ প্রবাসী অনুপ্রবেশকারীকে হেফাজতে নেয়া হয়েছে। ধোফারের উপকূলবর্তী এলাকার ওই অভিযানে মাদক পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়। পৃথক এসব অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post