আবাসন এবং অভিবাসন আইন লঙ্ঘন রোধে ফেমিলি ভিসা দেয়া বন্ধ করেছে কুয়েত। তবে বিশেষ কয়েকটি ক্যাটাগরির ক্ষেত্রে এই নিয়মের বিষয়ে ছাড় দেয়া হয়েছে। তবে সম্প্রতি ফেমিলি ভিসা চালু হওয়ার খবর ছড়ালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ফেমিলি ভিসা এখনই চালু হচ্ছেনা। বলা হয়েছে, বিভিন্ন ক্যাটাগরির ভিসায় কুয়েত এসে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অনেকেই দেশ ছেড়ে যান না। তাদের আটকাতেই আপাতত ফেমিলি ভিসা চালুর বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেয়া হবেনা।
কুয়েতে বর্তমানে প্রায় ২ লাখ অবৈধ অভিবাসীর বসবাস। এ অবস্থায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে কড়া নির্দেশ দিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ। সে নির্দেশ বাস্তবায়নে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কয়েক হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।। তাদের অনেককে স্থানীয় আইন অনুযায়ী জেল-জরিমানাও করা হয়েছে। এসব অভিবাসীর মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও মিশরের নাগরিকরা। অবৈধ অভিবাসীর সংখ্যা শূন্যে নামিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্থানীয় প্রশাসন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post