৫০ জন জিম্মির বিনিময়ে গাজা উপত্যকায় চার দিন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল হামাস, তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সরকার। অবশ্য হামাসের প্রস্তাবে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার বিষয়টির ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।
এর আগে মঙ্গলবার যুদ্ধকালীন মন্ত্রিসভায় ৫০ জন জিম্মির বিনিময়ে ৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করার পর সভার অধিকাংশ সদস্যই সেটির পক্ষে সমর্থন জানিয়েছেন। ইসরায়েলের সরকারের একটি সূত্র জানিয়েছে, যে ৫০ জন জিম্মির মুক্তি নিয়ে আলোচনা চলছে— তাদের অধিকাংশই নারী এবং শিশু।
এদিকে গাজায় সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ওমান। যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখায় কাতার ও মিশরকে সাধুবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ওমান আশা করে খুব দ্রুতই গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি ফিরে আসবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post