আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জন্য এ ফরম সংগ্রহ করেন তিনি।
গতকাল রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে লিপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাই অধ্যাপক ড. সৈয়দ শরিফুল ইসলাম ও বোন সৈয়দা রাফিয়া নূর রুপা। আজ তা জমা দেওয়া হয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন সৈয়দা জাকিয়া নূর লিপি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post