প্রবাস থেকে বৈধপথে রেমিট্যান্স আসা কমলেও দেশ থেকে বিদেশগামী শ্রমিক যাওয়ার গতি বাড়ছে। বিশেষ করে সৌদি, মালয়েশিয়া এবং ওমানে কর্মী যাওয়ার হার বাড়ায় শ্রমবাজার চাঙ্গা হচ্ছে বেশি। যদিও দেশের শ্রম রপ্তানির তৃতীয় বৃহত্তম দেশ ওমানে হঠাৎ কর্মী যাওয়া বন্ধ হওয়ায় শ্রমবাজার কিছুটা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অভিবাসন বিশ্লেষকরা।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ১১ লাখ শ্রমিক প্রবাসে পাড়ি জমিয়েছেন। প্রতি মাসে গড়ে শ্রমিক গেছে এক লাখেরও বেশি। দেশওয়ারী কর্মী যাওয়ার পরিসংখ্যানে সবচেয়ে বেশি শ্রমিক গেছে সৌদি আরবে।
১০ মাসে এই দেশে কর্মী গেছে চার লাখ। দ্বিতীয় স্থানে আছে মালয়েশিয়া। এরপরের অবস্থানে আছে ওমানের নাম। অক্টোবরের শেষ নাগাদ এক লাখ ১৬ হাজার ৫২৩ জন কর্মী দেশটিতে পাড়ি জমিয়েছেন।
এদিকে অভিবাসন বাণিজ্যে সম্পৃক্ত জনশক্তি ব্যবসায়ীরা বলছেন, বিদেশে চলতি বছর এখন পর্যন্ত কর্মী যাওয়া বাড়লেও গত দুই মাসের চিত্র কিছুটা ভিন্ন। অনেক দেশ থেকে ভিসা আসছে না। তাদের দাবী, বাংলাদেশের দূতাবাসগুলো থেকে নানা শর্তজুড়ে দেয়ার কারণে অনেক দেশ কর্মী নিতে আগ্রহ দেখাচ্ছে না।
আপনার মন্তব্য: