ওমানের জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ সাপ্তাহিক ছুটির কারণে ট্রাফিক জ্যাম এড়াতে ট্রাক চলাচলে বিধি নিষেধ আরুপ করেছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ ট্রাফিক।
দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ ট্রাফিক- ঘোষণা করে যে নিম্নরূপ ট্রাক চলাচলের অনুমতি নেই:
- মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
- শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
যেসব রাস্তায় ট্রাক চলাচলে নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে;
- আল ধাখিলিয়াহ রোড (মাস্কাট – বিডবিড ব্রিজ)।
- আল বাতিনা হাইওয়ে (মাস্কাট – শিনাস)।
আপনার মন্তব্য: