ওমানের ৫৩তম গৌরবোজ্জ্বল জাতীয় দিবস উপলক্ষে দেশটির সুলতান হাইথাম বিন তারিক শুক্রবার আল দাখিলিয়ার আদম এয়ার বেজে অনুষ্ঠিত একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেন। অনুষ্ঠানে ওমানের সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনী, ন্যাশনাল গার্ড, সুলতানের বিশেষ নিরাপত্তা বাহিনী, রয়েল ওমান পুলিশ ও সামরিক ব্যান্ডের বিভিন্ন প্রতীকী ইউনিট অংশগ্রহণ করে।
প্যারেড গ্রাউন্ডে সুলতানের আগমনের পর তাকে অভ্যর্থনা জানান প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী সৈয়দ শিহাব বিন তারিক আল সাইদ, রয়েল অফিসের মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নোয়ামানি এবং সুলতানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ভাইস অ্যাডমিরাল আব্দুল্লাহ বিন খামিস আল রাইসি।
রয়েল ডাইসে আরোহনের পর সামরিক সৈন্যরা সুলতানকে সামরিক অভিবাদন জানান, এসময় সৈন্যদের যৌথ রাজকীয় সংগীত বাজানো হয়, পরে ওমানের আর্টিলারি সুলতান মহামান্যকে ২১ ফায়ারের স্যালুট জানানোর পর কুচকাওয়াজ আরম্ভ হয়।
ফিলিস্তিন সংঘাতের কারণে প্রতিবছরের চেয়ে সরকারি উদ্যোগ কম থাকলেও বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশটির সর্বস্তরের বাসিন্দা ৫৩ তম জাতীয় দিবসের এই উদযাপনে যোগ দিয়েছে। ওমানের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্যও দিনটি ছিলো এক বিশেষ ও অন্যরকম আনন্দের উপলক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post