প্রবাসীদের মধ্য থেকে ২০১ জনকে নাগরিকত্ব দিয়েছে ওমান। রোববার দেশটির সুলতান হাইথাম বিন তারিক এক রয়্যাল ডিক্রির মাধ্যমে তাদের নাগরিকত্ব অনুমোদন দেন। এক প্রতিবেদনে ওমানি সংবাদমাধ্যম টাইমস অফ ওমান এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে চলতি বছরে প্রথম ধাপে অন্তত ৩০০ প্রবাসীকে ওমানের নাগরিকত্ব দিয়ে রাজকীয় ডিক্রি জারি করেছিলেন সুলতান।
জানা যায়,
“ওমানের জাতীয়তা আইনের শর্তপূরণ সাপেক্ষে এই প্রবাসীদের নাগরিকত্ব দেওয়া হলেও দেশটির সরকার চাইলে যেকোনও মুহূর্তে তা বাতিল করতে পারবে।”
ওমানের আইনে ওমানে বা অন্য কোনও দেশে ওমানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান, অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা-মা অজ্ঞাত অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন, এমন লোকজনকে ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে।
আপনার মন্তব্য: