কুড়িয়ে পাওয়া এক লাখ ডলার ও পাসপোর্টসহ ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সুপ্ত ভূষণ বড়ুয়া। তিনি বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান।
গত বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে এ ঘটনাটি ঘটেছে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেপাল সফর শেষে বাংলাদেশে ফেরার পথে বিমান বন্দরে ছোট একটি ব্যাগ কুড়িয়ে পায়। তাৎক্ষণিক কুড়িয়ে পাওয়া সেই ব্যাগটি ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
হংকংয়ের নাগরিকের হারানো ব্যাগে ১ লাখ ডলার ও পাসপোর্ট ছিল। হংকংয়ের নাগরিকে ব্যাগটি ফিরিয়ে দেওয়ায় তিনি বাংলাদেশি নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post