ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই) প্রথমবারের মতো বিদেশি বিনিয়োগকারী কমিটি গঠন করেছে। এই কমিটির লক্ষ্য হল ওমানে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য সুযোগ তৈরি করা এবং বিনিয়োগকারীদের জন্য পরিবেশ আরও উন্নত করা।
২০২৩ থেকে ২০২৬ সালের জন্য কমিটিতে নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন, ডেভিস কাল্লুকরণ, আহমেদ রইস, ড. টমাস আলেকজান্ডার, শেখ জুলান্দা আল হাশমি, আহমেদ সুবহানী, নাজি সেলিম আল হার্থি, আলউইন এবং জিওভানি পিয়াজোল্লা। এছাড়া, শারুক হামেদ আল ফারসিকে কমিটির চেম্বার সমন্বয়কারী নির্বাচিত করা হয়েছে।
ক্রো ওমানের ম্যানেজিং পার্টনার ডেভিস কাল্লুকারনকে সর্বসম্মতিক্রমে কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। আবদুল লতিফের সভাপতিত্বে আইন উপদেষ্টা আলী আল খাসবির উপস্থিতিতে বৃহস্পতিবার কমিটির আনুষ্ঠানিক বৈঠক হয়।
আপনার মন্তব্য: