ভারতের তিন অভিনেত্রীর পর এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিপফেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখানো হয়েছে, মোদি গারবা (গুজরাটের ঐতিহ্যবাহী গান ও নাচ) গান গাইছেন। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। খবর এনডিটিভির।
সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এর রেশ কাটতে না কাটতেই আবার নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে আরেক জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের ভিডিও।
এর কয়েকদিন পর আজ শুক্রবার (১৭ নভেম্বর) বলিউড অভিনেত্রী কাজলের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিওতে কাজলকে পোশাক পরিবর্তন করেতে দেখা গেছে।
ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম বুম জানিয়েছে, কাজলের ভাইরাল ভিডিওটি করা হয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোজি ব্রিনের একটি ভিডিওতে ‘সুপারইম্পোজ’ করে। মূলত ভিডিওটি ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডের অংশ হিসেবে ৫ জুন টিকটকে আপলোড করা হয়। ওই ভিডিওতেই কাজলের মুখ জুড়ে দেয়া হয়েছে।
মূলত কৃ্ত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এসব ভিডিও তৈরি করা হচ্ছে। একজনের শরীরে অন্যের মুখ বসিয়ে ডিপফেক প্রযুক্তিতে তৈরি করা হয় ভুয়া ভিডিও। আর এই ডিপফেক প্রযুক্তির হাত থেকে রেহাই পেলেন না স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীও। শুক্রবার (১৭ নভেম্বর) মোদির একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়।
এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত দীপাবলি মিলন অনুষ্ঠানে যোগদেন মোদি। সেখানেই ডিপফেক নিয়ে গভীয় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ডিপফেক ভিডিও ‘গভীর উদ্বেগের বিষয়’। মোদি আরও বলেন, ‘সম্প্রতি আমি একটি ভিডিও দেখেছি, যেখানে আমাকে গারবা গান গাইতে দেখা গেছে। অনলাইনে এরকম আরও অনেক ভিডিও আছে।’
মোদি আরও বলেন, ‘আমাদের কাছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্বের সঙ্গে এসব প্রযুক্তির ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তি অপব্যবহার না করেন সে জন্য শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’
সংবাদ সম্মেলনে মোদি জানান, তিনি ইতিমধ্যেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেছেন। তাদের তিনি অনলাইনে ছড়িয়ে পড়া এসব ডিপফেক ভিডিওকে চিহ্ণিত করে সরিয়ে ফেলা ও সতর্কতা জারি করার আহ্বান জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post