বিশ্বের সবচেয়ে দ্রুততম ইন্টারনেট নেটওয়ার্ক উন্মোচন করেছে চীন। চীনা কোম্পানিগুলোর দাবি, তাদের নতুন এই নেটওয়ার্কের মাধ্যম প্রতি সেকেন্ডে এক দশমিক দুই টেরাবাইট (১২০০ জিবি) ডেটা আদান-প্রদান করা যাবে, যা বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেটের চেয়ে ১০ গুণ বেশি। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
চীনের এই মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মোবাইল, হুয়াওয়ে টেকনোলজিস ও সার্নেট কর্পোরেশন। মূলত ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই নেটওয়ার্ক নির্মাণ করেছে চীন। এই নেটওয়ার্কের সব সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ঘরোয়াভাবে তৈরি করেছে বেইজিং।
নতুন এই নেটওয়ার্কের বিস্তৃতি ৩ হাজার কিলোমিটার। অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে এটি বেইজিং, উহান ও গুয়াংজুকে সংযুক্ত করেছে। গত জুলাই মাসে এই নেটওয়ার্ক সচল করা হলেও সোমবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সব ধরনের পরীক্ষা-নীরিক্ষা শেষে এই নেটওয়ার্ক বেশ ভালোভাবে কাজও করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
নতুন এই ইন্টারনেট কত দ্রুত কাজ করবে তা বোঝাতে হুয়াওয়ে টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট ওয়াং লেই বলেছেন, এই নেটওয়ার্কে মাত্র এক সেকেন্ডে ১৫০টি হাই-ডেফিনিশন সিনেমা ডাউনলোড করা যাবে।
আপনার মন্তব্য: