সম্প্রতি ভুয়া আমন্ত্রণপত্রে আবেদন করে কানাডার ভিসা পাওয়া ৪৫ জন যাত্রীকে তথ্যগত জটিলতার কারণ দেখিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়েছে, সিলেটের ওই ৪৫ জন যাত্রী ভুয়া তথ্য দিয়ে কানাডা যাচ্ছিল। সেখানে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না।
ওই যাত্রীরা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল না নিশ্চিত হয়ে শাহজালাল বিমানবন্দরে তাদের আটকে দিয়েছে বিমান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, গত ৬ নভেম্বর সিলেট থেকে ৭৪ জন যাত্রী ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিমানের টরন্টো ফ্লাইটের যাত্রী। তখন বিমানের সিলেট স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা যাত্রীদের ভ্রমণ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখতে পান ৪৫ জন যাত্রী একই ব্যক্তির আমন্ত্রণ পত্রে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে কানাডা যাচ্ছেন।
পরে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি থেকে জানানো হয়, যে যাত্রীদের আমন্ত্রণপত্রের তথ্যের সঙ্গে আবাসন সংক্রান্ত সিস্টেমে গরমিল আছে। সবশেষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ওই ৪৫ জন যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করা হয়। বলা হচ্ছে, কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ অধিকতর যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট যাত্রীদেরকে ই-মেইলে সিদ্ধান্ত জানাবেন।
আপনার মন্তব্য: