স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, জোহর রাজ্যের বাতু পাহাতের একটি রাস্তায় দুইজন বাংলাদেশি রাস্তা অতিক্রম করার জন্য ট্রাফিক লাইটের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সবুজ বাতি জ্বলে উঠার সঙ্গে সঙ্গে গাড়ি চলাচল শুরু করলে একসঙ্গে তারাও চলতে শুরু করেন।
সৌভাগ্যক্রমে, সমস্ত যানবাহন তাদের এড়াতে সক্ষম হয়েছিল এবং তারা রাস্তার অপর প্রান্তে পৌঁছাতে সক্ষম হন। বাংলাদেশিদের এমন রাস্তা পারাপার দেখে স্থানীয়রা বিস্মিত হয়েছেন। তাদের অনেকে বলছেন, রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভারব্রিজ অথবা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে কিনা সেটিই তারা জানেন না। এমন সাধারণ বিষয়গুলো দেশ থেকে না শিখে আসলে এখানে দুর্ঘটনার শিকার হতে হবে। এ ক্ষেত্রে তারা চাইলে ট্রাফিক পুলিশের সাহায্য নিলেও এ থেকে পরিত্রাণ পাওয়া যায়।
ওই ভিডিও পোস্টের কমেন্টসে এক ব্যবহারকারী লিখেছেন, এই বাংলাদেশিরা কি মনে করে এটি তাদের দেশের আইনের মত অথবা গাড়িগুলো তার কেনা যে তারা যা বলবে গাড়ি তাই শুনবে?
এদিকে, ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে দেশটিতে বসবাসরত প্রবাসী কমিউনিটির এক নেতা বলছেন, এ সমস্যাটি প্রায়শই দেখা যায় মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে। বিশেষ করে নতুন করে যারা কলিং ভিসায় এখানে এসেছেন তাদের ভেতর এই প্রবণতা বেশি দেখা গেছে।তাদের উদ্দেশ্যে তিনি জানান, হেঁটে রাস্তা পার হলে প্রথমে রাস্তার বামে ও ডানে দেখতে হবে এরপর সিগন্যাল পড়েছে কিনা সেটার দিকে নজর দিতে হবে এবং কোনটা দিয়ে রাস্তা পারাপার করতে হবে তা জানা থাকতে হবে। যেমন জেব্রা ক্রসিং অথবা ফুটওভার ব্রিজ দিয়ে অনায়াসে রাস্তা পার হওয়া যায়।
মালয়েশিয়ার রাস্তাগুলোতে জেব্রা ক্রসিংয়ের জন্য আলাদা সিগন্যাল থাকে ওই সময়টাতে রাস্তা পারাপার হওয়ার পরামর্শ দেন তিনি।
আপনার মন্তব্য: