অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মো. সায়েদুল হক বাদলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ নভেম্বর) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাজ কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. সায়েদুল হক বাদল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়। ২০২০ সালের ১ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে তিনি ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৫৪৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দাখিল করেন।
অনুসন্ধানকালে তার নামে ১ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৬৮০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১০ লাখ ৩৪ হাজার ৮৭৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য বেশি দেখিয়েছেন। অনুসন্ধানকালে তার নামে ১ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৬৮০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে ৫০ লাখ ৫৭ হাজার ৮৯১ টাকা সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করেন।
আপনার মন্তব্য: