ইতালিতে ডকুমেন্ট করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক বাংলাদেশি দালালকে গ্রেফতার করেছে রোম পুলিশ। রোমের পিয়েত্রালাতা এলাকার একটি বাসা থেকে ৪০ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার বিছানার নিচে ৪ লাখ ৭০ হাজার ইউরো পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি টাকা। পুলিশ এসব ইউরো জব্দ করেছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশ করা হয়।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে নতুন প্রবাসীরা ইতালি এলে তাদের ডকুমেন্ট করে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন ওই ব্যক্তি। এভাবে কয়েকজন বাংলাদেশির সঙ্গে প্রতারণা করেন। এরপর এক বাংলাদেশি সাহস করে পুলিশের কাছে অভিযোগ করে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে রোম পুলিশও ওই বাংলাদেশিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে।
ভুক্তভোগীরা জানান, নতুন কোনো বাংলাদেশি ইতালিতে এলে ভাষা না জানার কারণে তার প্রলোভনে পড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ঘটনার কারণে ইতালির প্রশাসনের কাছে বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট হবে।
আপনার মন্তব্য: