সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ সিনেমাটি মুক্তি পেয়েছে রোববার (১২ নভেম্বর)। মুক্তির পর এটি পাইরেসির কবলে পড়ে। এবার ঘটল সিনেমা হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
দিওয়ালি দিন সবাই থাকে খুব উৎসুক। উৎসবের আমেজে ভরপুর মেজাজে দর্শক যান ‘টাইগার ৩’ দেখতে। সেখানেই ঘটে যায় ঘটনাটি। সিনেমা দেখতে দেখতে নায়কের ভক্তরা বাজি ফাটাতে শুরু করেন। তীব্র শব্দ ও ধোয়ায় মুহূর্তেই হলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো সিনেমাহলটি।
এই ঘটনায় হলে থাকা দর্শকরা ভয় পেয়ে যান। বেরিয়ে আসার চেষ্টা করেন। তখন শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এতে আহত হয়েছেন অনেকেই। তবে এমন ঘটনা শুধু এক জায়গায় নয়, একাধিক হলে সালমান ঘটেছে। এসব ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে মুহূর্তে। এর আগেও সালমান খানের ছবি দেখে বাজি ফোটানোর নজির আছে। তবে ভাইজান নিষেধ করেন এরকম ঘটনা আর না ঘটানোর জন্য। তবু আবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলো।
উল্লেখ্য, ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর আজ মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা। সিনেমাটিতে সালমান ও ক্যাটরিনা ছাড়া আরও অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে।
আপনার মন্তব্য: