গ্রিসে জাল নথি দিয়ে বৈধ হওয়ার আবেদন করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি আইনি জটিলতায় পড়েছেন। ইতোমধ্যে অনেকের আবেদন বাতিল হয়েছে। গ্রিক সরকারের নতুন আইন অনুযায়ী, জাল নথির সাহায্য নেয়া প্রবাসী পাঁচ বছরের জন্য গ্রিসে বসবাসে নিষেধাজ্ঞায় পড়তে পারেন।
এছাড়াও অবৈধভাবে বসবাসের কারণে প্রয়োজনে ভিসাও বাতিল হতে পারে। সূত্র বলছে, জাল নথি তৈরির মূলহোতা হিসেবে দুই বাংলাদেশিসহ চার জনের বিরুদ্ধে তদন্ত করছে কর্তৃপক্ষ।
জানা যায়, গ্রিসে বর্তমানে অবৈধ প্রবাসীরা সাধারণত দুটি প্রক্রিয়ায় বৈধতার জন্য আবেদন করেন। প্রথমত ২০১৪ সালের আইনে সাত বছর গ্রিসে বসবাসের প্রমাণপত্র দিয়ে আর ২য় প্রক্রিয়াটি হচ্ছে, বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা চুক্তি অনুযায়ী ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির আগে গ্রিসে বসবাস করছেন– এমন প্রমাণ দেখানো।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, গ্রিস কর্তৃপক্ষের কাছে বর্তমানে বিভিন্ন দেশি ৪ হাজার ভুয়া নথি সংযুক্ত আবেদন রয়েছে। ইতোমধ্যে এদের অনেকের আবেদন বাতিল হয়েছে। এ অবস্থায় ভুয়া নথি দিয়ে আবেদনকারীদের ধরতে গ্রিস সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
আইনগত ব্যবস্থা হিসেবে রেসিডেন্ট পারমিটের আবেদন বাতিলসহ অভিযুক্তকে পাঁচ বছরের জন্য গ্রিসে বসবাসে নিষেধাজ্ঞা দেয়া হবে। তাই দালাল বা প্রতারক চক্রের প্ররোচনায় ভুল পদক্ষেপ নেয়ার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার করেছে গ্রিসের বাংলাদেশ দূতাবাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post