অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসি ও আরব বিশ্বের দেশগুলোর সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে রিয়াদে শীর্ষ এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছেন আরব ও মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতারা।
আপনার মন্তব্য: