মালয়েশিয়ার সারওয়াক রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আজমান নামে এক প্রবাসী বাংলাদেশিসহ দুই জন নিহত হয়েছেন। নিকোলাস ইংকাতি নামে নিহত অপরজন স্থানীয় নাগরিক।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সারাওয়াক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিকেল ৩টা ২৬ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত সিমুনজান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছান। পরে গাড়িতে আটকাপড়া হতাহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ ধারা অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এছাড়া নিহত বাংলাদেশির কাছে মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য: