যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহৎ আকাশ প্রতিরক্ষা ও মহাকাশ ঠিকাদার প্রতিষ্ঠান বোয়িংয়ের তথ্য চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১০ নভেম্বর) লকবিট নামক একটি হ্যাকার গ্রুপ বোয়িংয়ের তথ্য চুরি করে মুক্তিপণ দাবি করে। গ্রুপটি মুক্তিপণ না দিলে তথ্য প্রকাশের হুমকি দিয়েছে।
এবছর অক্টোবরে হ্যাকার গ্রুপটি বলেছিল, তারা মহাকাশ জায়ান্ট প্রতিষ্ঠানটির “প্রচুর পরিমাণে” সংবেদনশীল ডেটা চুরি করেছে, ২ নভেম্বরের মধ্যে বোয়িং মুক্তিপণ না দিলে, সংবেদনশীল তথ্যগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা।
এদিকে বোয়িং বিবৃতিতে নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানটির যন্ত্রাংশ ক্রয় ও বিতরণ সম্পর্কিত কিছু তথ্য সাইবার হুমকির সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তারা আইনপ্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার সাথে যোগাযোগ রাখছে।
সর্বপ্রথম ২০২০ সালের জানুয়ারিতে রাশিয়ার একটি সংবাদ মাধ্যমে প্রথম হ্যাকিং গ্রুপ লকবিট প্রকাশ্যে আসে। এখন পর্যন্ত লকবিটকে সবচেয়ে পেশাদার ও সংগঠিত হ্যাকিং গ্রুপ হিসেবে অভিহিত করা হয়। ইউএস সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) বলছে গ্রুপটি এখন পর্যন্ত এক হাজার ৭০০টি মার্কিন সংস্থার ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়নার (আইসিবি) ওয়েবসাইটেও লকবিট হামলা করেছে বলে ধারণা করা হয়।
আপনার মন্তব্য: