অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকিটের দাম ১০ শতাংশ কমানো হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে www.biman-airlines.com ছাড়ের এ ঘোষণা দেওয়া হয়।
বিমানের ওয়েবসাইটে জানানো হয়, বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের (কানাডা ও যুক্তরাজ্য ছাড়া) টিকিট ক্রয়ের ক্ষেত্রে নতুন প্রমোকোড চালু হয়েছে। যে কেউ এই প্রমোকোড (SMILEBIMAN) ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ বিশেষ মূল্যছাড় পাওয়া যাচ্ছে। তবে গ্রাহককে বিমানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে টিকিট বুকিং দিতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post