ওমানে প্রাণঘাতী এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আল উস্তার হাইমা প্রদেশে কার ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অপর একজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আল উস্তার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনার কবলে পড়া ৬ ব্যক্তিকে হাইমা হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক একজন ছাড়া বাকি সবাইকে মৃত ঘোষণা করে।
সাম্প্রতিক সময়ে ওমানের সড়কগুলোয় প্রাণহানির ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। রেহাই পাচ্ছেন না বাংলাদেশিরাও। কেবল চলতি বছরের সেপ্টেম্বরেই দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
ওমানের ক্যাপিটাল মার্কেট অথরিটির দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ওমানের সড়কে ছোট বড় মিলিয়ে কমপক্ষে ৩৭ হাজার দুর্ঘটনা নথিবদ্ধ করা হয়েছে। যার মধ্যে প্রায় ৮ হাজারের মত দুর্ঘটনাই ছিলো বেশ গুরুতর।
সংশ্লিষ্টরা এসব দুর্ঘটনার জন্য চালকদের অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, পথচারীদের রাস্তা পারাপারে অসতর্কতার বিষয়গুলোকে দায়ী করছেন। দূর্ঘটনা এড়াতে সচেতনতার বিকল্প নেই বলেও মত দিয়েছেন তারা।
আপনার মন্তব্য: