ওমানে বুধবার মাগরিবের পর মাস্কাটের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সর্ববৃহৎ এই শান্তি সমাবেশে ফিলিস্তিনের পক্ষে অন্তত দুটি মৌলিক দাবী তুলে ধরার কথা। এসময় রাফাহ ক্রসিংসহ সাহায্য পৌঁছানোর সকল পথ খুলে দেয়া এবং গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধের দাবী তুলে ধরা হবে।
জানা যায়, সমাবেশটি নারী, পুরুষ ও শিশু সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা ফিলিস্তিনের সমর্থনে পতাকা, ফেস্টুন সাথে নিয়ে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামানোর আহ্বান জানিয়ে আরব-ইসলামিক সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতা সৌদি আরব। মধ্যপ্রাচ্যের আরব অঞ্চল ও বিশ্বের সব ইসলামি দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। আগামী ১১ নভেম্বর রিয়াদে আরব লীগের উদ্যোগে আরব শীর্ষ সম্মেলন এবং ওআইসির উদ্যোগে ১২ নভেম্বর অপর একটি সম্মেলন আয়োজনের কথা রয়েছে। উভয় সম্মেলনেই গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসন ও মানবিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হবে।
সৌদির বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি আরব ও ইসলামি বিশ্বের অন্তর্ভুক্ত সব দেশ চায়, গাজা উপত্যকায় চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান আসুক। কীভাবে সেই সমাধান আসতে পারে— সে সংক্রান্ত আলোচনাই হবে সেই সম্মেলনে মূল এজেন্ডা। আশা করা যায়, যে উদ্দেশে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে— তা সফল হবে।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চলানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। এরপর থেকে গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী।
আপনার মন্তব্য: