ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামার যৌথ উদ্যোগে অবৈধ অভিবাসীদের জন্য আলবেনিয়ায় দুটি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কেন্দ্র দুটিতে হাজার হাজার অবৈধ অভিবাসীকে রাখা হবে। রোমে সোমবার এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা ঘোষণা করা হয়।
ইতালির প্রধানমন্ত্রী বলেন, আলবেনিয়ায় আশ্রয়কেন্দ্রের পরিকল্পনাটি ইতালীয় নৌযানগুলোর সাগরে উদ্ধার করা অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে। যারা স্বাভাবিকভাবে ইতালির উপকূলে পৌঁছবে তাদের জন্য নয়।
কেন্দ্রগুলো আগামী বসন্তে খোলা হবে। এগুলো বছরে ৩৬ হাজার অভিবাসনপ্রার্থীর বিষয় প্রক্রিয়া করতে পারবে।
বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিয়ে আসা হাজারো অভিবাসনপ্রার্থীর ঢল ইতালির ওপর চাপ সৃষ্টি করেছে। ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতায় আসার পর থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা বলছেন।
ইতালির অভিবাসনমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইতালিতে আশ্রয় পাওয়ার আবেদনকারীদের আশ্রয়কেন্দ্রে থাকার সময় আলবেনিয়ায় স্থানান্তরিত করা হবে। তবে অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বিপন্ন ব্যক্তিরা এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবেন না। আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি ছোট দেশ, যার জনসংখ্যা ২৭ লাখ। ইতালির সঙ্গে এর স্থল সীমানা নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post