চ্যাটজিপিটিকে টক্কর দিতে এক্সএআই-এর তৈরি বট গ্রক এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিপজ্জনক সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাস্ক গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন বন্ধের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন তিনি নিজেই এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি যোগ করছেন। খবর ডয়েচে ভেলের।
টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক রোববার জানিয়েছেন, সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই যোগ করবেন তিনি।ইতোমধ্যে এক্সএআইয়ের তৈরি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বট গ্রক এক্স, মানে সাবেক টুইটারে, ব্যবহার শুরু হয়েছে। গত শুক্রবার থেকে এক্স প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা এটি কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন।
এক্সএআই দল লিখেছেন, ‘বটটির অনন্য এবং মৌলিক সুবিধা হচ্ছে এটিতে গোটা দুনিয়া সম্পর্কে এক্সের মাধ্যমে হালনাগাদ তথ্য রয়েছে। ফলে এটি অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা যেসব প্রশ্নের উত্তর দিতে পারবে না সেগুলোরও উত্তর দেবে।’
এক্স এবং এক্সএআই দুটো আলাদা প্রতিষ্ঠান হলেও দুটোরই মালিক মাস্ক এবং প্রতিষ্ঠান দুটো ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করে।মাস্কের টেসলাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও এক্সএআই যুক্ত রয়েছে।
ইলন মাস্ক দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সম্ভাব্য বিপদের ব্যাপারে সতর্ক করে আসছেন। তিনি মনে করেন, এআই মানবতার জন্য হুমকি হতে পারে, তাই এটি নিয়ন্ত্রণে রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। গত বসন্তে তিনি ছয় মাসের জন্য এআই-এর উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন, যাতে এটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি কাঠামো তৈরি করা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post