মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনের ঘটনায় চার বাংলাদেশিসহ ছয় জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।
নিহত চার বাংলাদেশিদের মধ্যে ৩৮ বছর বয়সী যুবক মো. আব্দুল কাদেরের বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়। সে দারাশাহী তুলপাই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে আব্দুল কাদের কাতারে পারি জমান।
রবিবার রাতে তার ফোরম্যানের সাথে দেখা করতে ওই এলাকার একটি গ্যারেজে গেলে তিনি অগ্নিকান্ডের শিকার হন। বর্তমানে তার মরদেহ কাতারের হিমঘরে রয়েছে। তার লাশ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন দুই মেয়ে ও এক ছেলে নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়া স্ত্রী রানু বেগম।
এর আগে উপসাগরীয় এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশির নিহত হওয়ার খবর আসে। কাতারের আল শামাল হাইওয়ে রোডে প্রবাসীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
আপনার মন্তব্য: