ইতালির পর্যটন শহর ভেনিসে মো. দুলাল পাঠান (৫৫) নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় ইতালির ভেনিস এলাকায় কাজে যাওয়ার পথে রোমা বুট স্টেশনে তিনি স্ট্রোকের শিকার হয়ে মৃত্যুবরণ করেন
জানা গেছে, মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা বাংলাদেশে রয়েছে। মৃত দুলালের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গী বাড়ি উপজেলার কলমা গ্রামে।
এ বিষয়ে ভেনিস প্রবাসী ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, এভাবে রেমিট্যান্স যোদ্ধারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেশের অর্থনৈতিক শক্তি সচল রাখতে জীবনযুদ্ধ চালিয়ে যান। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং ভেনিস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post