অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা বন্ধ করেছে ওমান। মঙ্গলবার দেশটির রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে ওমান অবজারভার এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকেই কার্যকর হবে।
বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল দেশের নাগরিকের জন্য ভিসা পরিবর্তন সেবা বন্ধ থাকবে। আর বাংলাদেশিদের জন্য নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব ক্যাটাগরির ভিসাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এক্ষেত্রে ভিসা নবায়নের সেবা কার্যক্রম আগের নিয়মেই চালু থাকবে, তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের মত ওমানে থেকেই এই সুবিধা নেয়া যাবেনা। কেউ ভিসা পরিবর্তন করতে চাইলে তাকে দেশে ফিরে পুনরায় নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। তবে বাংলাদেশিরা আপাতত নতুন ভিসার আবেদন করতে পারবেন না।
সূত্র বলছে, নির্দেশনা অনুযায়ী, যেসব বাংলাদেশি শ্রমিক ওমানের বাইরে অবস্থান করছেন, তাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই ওমানে ফিরে যেতে হবে অন্যথায় সে ব্যক্তি নতুন ভিসায় আর ওমানে ফিরতে পারবেন না। পাশাপাশি এখন থেকে ভিজিট ভিসায় এসে কর্মী ভিসায় পরিবর্তিত হওয়ার সুযোগও বন্ধ হলো।
এদিকে, নতুন এই সিদ্ধান্তে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে দূতাবাস থেকে দেয়া নতুন একটি বিজ্ঞপ্তিকে এই সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তুলে বলছেন, এটা পুরোপুরি দূতাবাসের ব্যর্থতা। এতে বাংলাদেশিদের কপাল পুড়বে। কেউ কেউ বলছেন, ওমানে ৬ লাখ বাংলাদেশির বেশিরভাগই বেকার, তাই নতুন করে বেকার কর্মী আনার পথ বন্ধ রাখাই ভালো
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post