নামাজ পড়তে আসার পর যুক্তরাষ্ট্রের একটি মসজিদের কাছে বাংলাদেশি এক মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবিতে মসজিদ আল মদিনার কাছেই তাকে গুলি করা হয়। নিহত ওই বাংলাদেশির নাম মাহবুবুর রহমান। বাংলাদেশে তাঁর বাড়ি নড়াইলে। পরে তার গুলিবিদ্ধ মরদেহ মসজিদের পেছনের পার্কিং লট থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে খুনির ছবি প্রকাশ করেছে পুলিশ। জানানো হয়, ঘটনার সময় মসজিদটিতে ১৫০জন মুসল্লি নামাজ পড়ছিলেন। গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নিহতের বন্ধু আহমেদ ইব্রাহিম বলেন, মাহবুবের মত ভালো মানুষকে গুলি করে মারার ঘটনা তিনি বিশ্বাস করতে পারছেন না। আপার ডার্বির পুলিশ সুপার টিমোথি বার্নহার্ড জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজনদের শনাক্তে নজরদারি বাড়ানো হয়েছে।
আপার ডার্বি বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা যায়, পেনসিলভেনিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার অন্যতম সদস্য ছিলেন মাহবুবুর। তিনি বিটিএসপি’র প্রাক্তন নির্বাচন কমিশনার এবং স্থানীয় কারেকশন অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post