ওমানের উত্তরাঞ্চলসহ দেশের বেশিরভাগ এলাকাতেই অব্যাহত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই পরিবর্তন স্বাভাবিক। এটি শীতকালের একটি সাধারণ ঘটনা। পর্বতীয় এলাকা দক্ষিণ আল বাতিনা,আল দাখিলিয়া এবং উত্তর আশ শারকিয়্যায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া মাস্কাট সহ ওমানের বিভিন্ন অঞ্চলে অব্যাহত প্রবল বজ্রবৃষ্টির ফলে ওয়াদি ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রবল জোয়ার সৃষ্টি করেছে। এর আগে ওয়াদির পানিতে ভেসে গিয়ে কমপক্ষে ১ জনের মৃত্যুর খবর জানায় সিভিল ডিফেন্স। উত্তর আল বাতিনার একটি ওয়াদি পারাপারের সময় বন্যার পানি গাড়িসহ তাকে ভাসিয়ে নেয়।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া বিরাজ করবে। এসময় ওমানের বেশিরভাগ প্রদেশেই বর্ষণ অব্যাহত থাকবে। এছাড়া আল হাজার পর্বতমালা এবং নিকটবর্তী এলাকায় বজ্রঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। চলমান এই আবহাওয়া বিপর্যয়ে সকল নাগরিক ও প্রবাসীকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।
বিশেষ করে বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত ওয়াদি অতিক্রম না করা এবং নিচু এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
এদিকে ঋতু পরিবর্তনের সাথে সাথে ওমানের তাপমাত্রাও পরিবর্তিত হচ্ছে। রোববার ওমানের জাবাল শামসের তাপমাত্রা সর্বনিম্ন ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন কর্ন আলমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post