বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বোয়েসেল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৩০৭ জন পুরুষ ও ৩০৯ জন নারী নিয়োগ দেওয়া হবে। আর রেডিওলজি টেকনিশিয়ান পদে ৩৮৮ জন পুরুষ ও ২২৮ জন নারী নিয়োগ দেওয়া হবে। উভয় পদেই বেতন দেওয়া হবে ৩০০ কুয়েতি দিনার। সংশ্লিষ্ট কাজে প্রার্থীর সর্বনিম্ন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্তে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কুয়েতে গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন দুই বছর ৬ মাস থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তি এক বছর, যা নবায়নযোগ্য। কাজ সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা এবং বছরে ৩০ দিন ছুটি। আসবাবপত্র, থাকা-খাওয়া ও কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। তাছাড়া অন্য শর্তাবলি কুয়েতের শ্রম আইনের অনুযায়ী প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় চাহিদা ও শর্ত অনুযায়ী কাগজপত্র দিয়ে বোয়েসেলের লিংকে https://forms.gle/dGur9aDcEgrcNT1r9 আগামী ৫ নভেম্বরের আবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post