ইতালিতে বিপুল শ্রমিক চাহিদা থাকলেও গড়ে বছরে দেড় লাখ কর্মী নিচ্ছে ইতালি। শ্রমবাজারের ঘাটতি মেটাতে ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত ২ লাখ ৮০ হাজার অভিবাসী কর্মী প্রয়োজন ইতালির। সম্প্রতি গবেষণা সংস্থা আইডিওএস সেন্টার অব স্টাডিজ অ্যান্ড রিসার্চ এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ইতালিতে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমে বাড়তে থাকায় শ্রমবাজারে কর্মীর ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি পূরণে ২০৫০ সাল পর্যন্ত বছরে অন্তত ২ লাখ ৮০ হাজার বিদেশি কর্মী প্রয়োজন হবে ইউরোপীয় দেশটির।
সংস্থাটির দাবি, বিদেশি কর্মীদের বিষয়ে ইতালি সরকারের একগুঁয়েমি নীতির কারণে ১২ বছর ধরে বিদেশি কর্মীদের প্রবেশের পথ বন্ধ ছিল। জাতীয় অর্থনীতিতে কর্মী ঘাটতি তৈরি হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। তবে ২০০৪-২০০৬ সালের মধ্যে বিদেশি নাগরিকদের ইতালির শ্রমবাজারে কাজ করার সুযোগ দিতে যে নীতি প্রণয়ন করেছিল সরকার, তার প্রশংসা করেছে আইডিওএস।
নতুন এই নীতি অনুযায়ী, ইতালি সরকার ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লাখ ৬৫ হাজার বিদেশিকে নিয়মিতভাবে অভিবাসনের সুযোগ দেবে। আইডিওএস জানিয়েছে, ইতালিতে বিদেশি কর্মীদের অনেকেই কম বেতনে, ভারী কাজে নিয়োজিত, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার প্রতি তিনজনে দু’জন বিদেশি কর্মী ইতালীয়দের তুলনায় কম দক্ষ। তাই এসব ব্যাপারে পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post