মালয়েশিয়া ক্যাম্পে আটক থাকা প্রবাসীদের দেশে ফেরাতে বিমানের ফ্রি টিকিট দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। সোমবার প্রবাসীদের প্রত্যাবর্তনে ফাউন্ডেশনের তরফ থেকে হাইকমিশনের মিনিস্টার মো. নাজমুছ সাদাত সেলিমের হাতে তিনটি ফ্রি টিকিট তুলে দেয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি দাতু আব্দুল রউফ লিটন বলেন, হাইকমিশনের মাধ্যমে মালয়েশিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে।
মালয়েশিয়ায় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ও অন্যান্য কারণে দীর্ঘদিন জেলবন্দি ও ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছেন, এমন বিমান টিকিট করতে না পারাদের নিজ দেশে ফেরাতেই এই উদ্যোগ।
বৈধ পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে প্রসীদের আটক করে আদালতে পাঠানো হয়। আদালত অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করে জেলখানায় পাঠিয়ে দেন। সেই সাজা উত্তীর্ণ হলে অনির্দিষ্ট সময়ের জন্য ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ নিজ দেশে ফেরত পাঠাতে মালয়েশিয়ার সরকার বা জেল কর্তৃপক্ষ কোনো টিকিটের ব্যয়ভার বহন করে না। তখন প্রবাসীদের বছরের পর বছর ডিটেনশন ক্যাম্পে মানবেতর জীবনযাপন করতে হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post