ওমানে শুরু হয়েছে ১০ম শুরা কাউন্সিলের নির্বাচন। মোট দুই ধাপে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচন করবেন। এর অংশ হিসেবে রোববার ইন্তাখিব অ্যাপের মাধ্যমে ভোটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিদেশে বসবাসরত ওমানি ভোটাররা মোবাইল অ্যাপের মাধ্মে সকাল ৮টা থেকে ভোট দেয়া শুরু করেন। যা চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
এদিকে আইডি কার্ড ইস্যু, নবায়ন এবং বদল কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিলো ওমান। ১০ম শুরা কাউন্সিল নির্বাচন উপলক্ষে ২২ এবং ২৯ অক্টোবর এই সেবা কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দেয় দেশটির রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতির মাধ্যমে সিকিউরিটি রিলেশন্স এন্ড মিডিয়া বিভাগ এ সম্পর্কে স্থগিতাদেশ ঘোষণা দেয়। তবে এই সময়ে পাসপোর্ট, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং রেসিডেন্স কার্ড সেবা অব্যাহত থাকবে।
এবারের নির্বাচনে অনলাইন এবং ভোটকেন্দ্র মিলিয়ে সর্বমোট ৭লাখ ৫৩ হাজার ৬৯০ জন নারী পুরুষ ভোটার তালিকায় রয়েছেন। এরমধ্যে যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা রোববার ইন্তাখিব অ্যাপের মাধ্যমে ভোট দিয়েছেন। এছাড়া ২৯ অক্টোবর ওমানে বসবাসরত ভোটাররা ব্যালট ভোটিংয়ের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচন করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post