ক্রমেই ওমানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় তেজ। আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ওমান সাগরের ক্রান্তীয় এই ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি চারে রূপ নিয়ে উপকূল থেকে ৫০০ কিলোমিটার গভীরে অবস্থান করছে। যা আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে ধোফারের পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে আগাচ্ছে।
রোববার সন্ধ্যায় আঘাত হানার কথা থাকলেও সোম ও মঙ্গলবার ২০০ থেকে ৫০০ মিলিমিটারের ভারী বৃষ্টিপাত ওয়াদি ও নিম্নাঞ্চলে প্লাবন ও আকস্মিক বন্যা তৈরি করবে। আর বাতাসের গতিবেগ থাকবে ১২০ থেকে ১৫০ কিলোমিটার। একইসাথে নিম্নচাপের কারণে সময় বাড়ার সাথে সাথে সমুদ্র আরও উত্তাল হতে থাকবে।
অপরদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ওমান। নিরাপত্তা সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য দেশটির সিভিল ডিফেন্স ও এ্যাম্বুলেন্স অথোরিটির তরফ থেকে একাধিক টিম মাঠে নামানো হয়েছে। জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স, উদ্ধার অভিযানে ব্যবহৃত যানবাহন, উদ্ধারকারী নৌকা এবং বণ্যার পানি নিষ্কাশনে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতিও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রবি ও সোমবার ধোফারের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।
পূর্ভাবাস অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের দিকের সময়ে ওমানের ধোফার হয়ে ইয়েমেনের মাহরা অঞ্চল অতিক্রম করবে তেজ। এদিকে ক্ষয়ক্ষতি মোকাবেলায় ধোফারের সালালাহ, মিরবাত, সাদাহ ও আল উস্তায় নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post