শক্তিশালী ঘূর্ণিঝড়ের খবরের মধ্যেই ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ওমান। আজ শনিবার সকাল ১০টায় রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এক বিবৃতিতে সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সুরের উত্তর পূর্ব অঞ্চল থেকে ৫৭ কিলোমিটার দূরে ওমান সাগরে এর উৎপত্তিস্থল। যার গভীরতা ছিলো ৫ কিলোমিটার।
এদিকে ওমানে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় তেজ। এ নিয়ে দেশটির আবহাওয়া বিভাগ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রবি ও সোমবার ধোফারের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আবহাওয়া অফিস ও সিভিল এভিয়েশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ওমান উপকূল থেকে ৮৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে তেজ। যা ধীরে ধীরে ধোফারের পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে ধেয়ে আসছে।
অ্যারাবিয়ান ডেইলির প্রতিবেদন অনুযায়ী, রবিবার ঘূর্ণিঝর তেজ তার পুরো শক্তি নিয়ে ওমানে আঘাত হানবে। এসময় উপকূল থেকে এর অবস্থান হবে ২০০ থেকে ৩০০ কিলোমিটার এবং বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১২৮ থেকে ১৫০ কিলোমিটার। এতে সরাসরি আক্রান্ত হবে ধোফার।
ক্ষতি মোকাবেলায় ওমানে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। জাহাজ নাবিক এবং জেলেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থলভাগের পশুপালক, খামারিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওমান। সমুদ্রে যাওয়ার ঝুঁকি এড়াতেও অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post